ঠাকুরগাঁওয়ে বাঁশঝাড়ে পড়ে ছিল তরুণের মরদেহ
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালের দিকে জেলা সদর উপজেলার রুহিয়া থানার ঘুরনগাছ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রথম নিউজ, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও রিফাত ইসলাম (২০) নামে এ তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালের দিকে জেলা সদর উপজেলার রুহিয়া থানার ঘুরনগাছ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রিফাত ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়া এলাকার নুর আলমের ছেলে। তিনি পেশায় ভাড়ায় অটোরিকশাচালক ছিলেন বলে জানা গেছে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ঘুরনগাছ গ্রামে একটি বাঁশঝাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে তরুণের মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।