টস জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠালো বাংলাদেশ

টস জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠালো বাংলাদেশ

প্রথম নিউজ, ডেস্ক : প্রথম ম্যাচে বৃষ্টির কারণে হেরে বাংলাদেশ এমনিতেই পিছিয়ে রয়েছে। এর মধ্যে আবার অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে ঘটে গেছে এক পশলা নাটক। সবকিছু ভুলে আজ ঘুরে দাঁড়ানোর মিশন বাংলাদেশের সামনে।

সেই ঘুরে দাঁড়ানোর মিশন সামনে রেখে ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস করতে করতে নামলেন আফগান অধিনায়ক হাশমত উল্লাহ শহিদির সঙ্গে এবং টসের কয়েন নিক্ষেপে জয় পেলেন লিটন। টস জিতেই আফগানদের ব্যাট করার আমন্ত্রণ জানালেন বাংলাদেশ অধিনায়ক।


প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে হয়েছিলো বাংলাদেশকে। আফগান বোলারদের সামনে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করতে পেরেছিলো তামিম ইকবালের দল। জবাব দিতে নেমে আফগানিস্তান ২ উইকেট হারিয়ে ৮৩ রান করার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ১৭ রানে জয় পায় আফগানিস্তান।

আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়ার পর লিটন দাস বলেন, আগের ম্যাচে প্রথম ১০ ওভারে ব্যাট করা ছিল খুব কঠিন। এ কারণেই বোলিং বেছে নিয়েছি। চেষ্টা করবো সেরাটা দিয়ে খেলার।


হাশমতউল্লাহ শহিদি বলেন, ‘সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ আমাদের সামনে। তবে, আমাদেরও লক্ষ্য ছিল প্রথমে ফিল্ডিং করার। কারণ, উইকেট খুব শুকনো। প্রথমে ব্যাট করা কঠিন।

বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। তামিম ইকবালের জায়গায় একাদশে নেয়া হয়েছে মোহাম্মদ নাইমকে (নাইম শেখ)। এছাড়া পেসার তাসকিন আহমেদের পরিবর্তে দলে নেয়া হয়েছে এবাদত হোসেনকে।

লিটন দাস (অধিনায়ক), নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, এবাদত হোসেন এবং মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ

রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরাব, রহমত শাহ, হাশমত উল্লাহ শহিদি, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মুজিব-উর রহমান, ফজল হক ফারুকি, আজমত উল্লাহ ওমরজাই, মোহাম্মদ সেলিম।