‘টাউট, দালালদের আইনের আওতায় আনা হবে’

চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকার জেলা প্রশাসক

‘টাউট, দালালদের আইনের আওতায় আনা হবে’
‘টাউট, দালালদের আইনের আওতায় আনা হবে’

প্রথম নিউজ, অনলাইন: ঢাকা জেলা প্রশাসকের অফিসে সেবা প্রার্থীদের কাছে কোনো কর্মকর্তা-কর্মচারী ঘুষ দাবি করলে তা প্রশাসনকে দ্রুত জানানোর আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান। প্রয়োজনে গোপনে এ সংক্রান্ত তথ্য প্রদানের আহ্বান জানিয়ে তিনি বলেন,  টাউট, দালাল বা যত বড় ক্ষমতাধারী হোক না কেন কেউ অপরাধ করলে তাদের আইনের আওতায় আনা হবে। বুধবার ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চেক গ্রহণকারীদের উদ্দেশে ডিসি বলেন, ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর শিগগিরই ডিজিটাল করা হচ্ছে। প্রক্রিয়াটা সহজ হয়ে যাবে। ফিল্ড বুক তৈরি করা হবে। তখনই কে কত ক্ষতিপূরণ পাবে সেটা বলে দেয়া হবে। ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর নিয়ে আসা হবে। সরাসরি ব্যাংকে টাকা চলে যাবে। জেলা প্রশাসন কার্যালয়ে এসে ঘোরাঘুরি করা লাগবে না। কোনো ধরনের ভোগান্তি পোহাতে হবে না।

তিনি বলেন, যেভাবে আপনারা পেনশন, ভাতা পান, সেভাবেই ঘরে বসে ভূমি অধিগ্রহণের চেকের টাকা পাবেন। পরবর্তীতে আমরা নিজেরাই আপনাদের কাছে গিয়ে চেক হস্তান্তর করব। ডিসি মমিনুর আরো বলেন, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়কে স্বচ্ছতা, জবাবদিহিতার মাধ্যমে পরিচালনা করতে চাই। অনুষ্ঠানে ভূমি অধিগ্রহণ বাবদ ৫৩টি চেকের মাধ্যমে ৩০ কোটি টাকা বিতরণ করেন জেলা প্রশাসক।