জর্জিয়ায় জয়, সিনেটে পোক্ত হলো বাইডেনের নিয়ন্ত্রণ
যুক্তরাষ্ট্রের সংসদের উচ্চকক্ষ সিনেটের জর্জিয়া অঙ্গরাজ্যের রান-অফ নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির রাফায়েল ওয়ারনক
প্রথম নিউজ, ডেস্ক : যুক্তরাষ্ট্রের সংসদের উচ্চকক্ষ সিনেটের জর্জিয়া অঙ্গরাজ্যের রান-অফ নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির রাফায়েল ওয়ারনক। তিনি রিপাবলিকান পার্টির হার্সেল ওয়াকারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। স্থানীয় সময় মঙ্গলবার (৬ ডিসেম্বর) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। খবর বিবিসির।
জর্জিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী জয় পাওয়ায় সিনেটে এখন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত হলো। সিনেটের মোট ১০০টি আসনের মধ্যে এখন বাইডেনের দল পেল ৫১টি আসন। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে গেল ৪৯টি আসন।
চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সংসদের উচ্চকক্ষ সিনেটের ৩৫ আসনে ভোটাভুটি হয়েছিল। যার মধ্যে ৩৪টি আসনের ফলাফল পাওয়া গেলেও জর্জিয়া অঙ্গরাজ্যের কোনো প্রতিদ্বন্দ্বী এককভাগে ৫০ ভাগ তার বেশি ভোট পাননি। এ কারণে এখানে রান-অফ নির্বাচন আয়োজন করতে হয় নির্বাচন কমিশনকে।
জর্জিয়ার নির্বাচন কর্মকর্তা গ্যাব্রিয়েল স্টার্লিং জানিয়েছেন, রান-অফ নির্বাচনে সশরীরে ভোট দিয়েছেন ১৪ লাখ ভোটার। যা অঙ্গরাজ্যটির ইতিহাসে ভোটার উপস্থিতিতে নতুন রেকর্ড। এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ১৯ লাখ ভোটার তাদের ভোট প্রদান করেন।
এদিকে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পায়। যদিও প্রথমে মনে করা হয়েছিল তারা এবার বড় ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পাবে। তবে সিনেটে বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে সেটি আগেই জানা গিয়েছিল।
জর্জিয়া অঙ্গরাজ্য ছাড়াই মধ্যবর্তী নির্বাচন শেষে ডেমোক্র্যাটসরা ৫০টি আসনে জয় তুলে নিতে সমর্থ হয়। ফলে ওই সময়ই সিনেটে তাদের নিয়ন্ত্রণ নিশ্চিত হয়। এখন আরেকটি আসন পাওয়ায় তাদের শক্তি বৃদ্ধি পেল।
সিনেটে যেহেতু ডেমোক্র্যাটসরা ৫১টি আসন পেয়েছে ফলে বিচারক নিয়োগ ও সরকারের প্রশাসনিক পরিধি বৃদ্ধির বিষয়টি বাইডেনের জন্য সহজ হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews