জনগণকে বিভ্রান্ত করতে মির্জা ফখরুল অনেক কথাই বলেন: আইনমন্ত্রী

জনগণকে বিভ্রান্ত করতে মির্জা ফখরুল অনেক কথাই বলেন: আইনমন্ত্রী

প্রথম নিউজ, ঢাকা :আন্দোলন যে কোনও দল করতে পারে, কিন্তু আন্দোলনের নামে কেউ যদি বিশৃঙ্খলা করতে চান তাহলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে ট্রেনযোগে নিজ নির্বাচনী এলাকা আখাউড়া স্টেশনে নামার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


বিএনপি নেতাকর্মীদের জন্যে রাতে আদালত বসানো হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি ওনাকে ভালো জানতাম। কিন্তু জনগণকে বিভ্রান্ত করতে উনি অনেক কথাই বলেন।’

এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলা পরিষদ অঙ্গনে আয়োজিত আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন।