জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হলেন সালাউদ্দিন আহমেদ

সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হলেন সালাউদ্দিন আহমেদ

প্রথম নিউজ, অনলাইন: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হয়েছেন নোয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি সালাউদ্দিন আহমেদ। সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পার্টির পক্ষ থেকে প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা ও অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া চিঠিটি সালাউদ্দিন আহমেদের হাতে হস্তান্তর করেন।

এদিকে, সালাহউদ্দিন আহমেদকে প্রেসিডিয়াম সদস্য মনোনীত করায় নোয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ মিঠুসহ জেলার সব নেতাকর্মীরা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে শুভেচ্ছা জানান।