জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়নি

জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়নি

প্রথম নিউজ, ঢাকা : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন ফরম বিক্রির ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। সকাল ১০টা থেকে তাদের মনোনয়ন ফরম বিক্রি করার কথা। তবে তা এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা সাড়ে ১১টা) শুরু হয়নি।

সোমবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে দেখা যায়, সকাল থেকে নেতাকর্মীদের তেমন উপস্থিতি নেই। হাতেগোনা কয়েকজন এসেছেন মনোনয়ন ফরম নিতে। এছাড়া দলটির বেশির ভাগ শীর্ষ নেতা এখনো কার্যালয়ে আসেননি। শুধু বেলা ১১টা ১৫ মিনিটের দিকে কার্যালয়ে আসেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু।

জানা গেছে, ছোট্ট একটি মিটিং শেষে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। শুরুতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের মনোনয়ন ফরম কেনার কথা রয়েছে। তবে এখনো তিনি কার্যালয়ে এসে পৌঁছাননি।

তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ভোট হতে হবে। গত ১ নভেম্বর থেকে এবারের নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়েছে। ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।