চালের ড্রামে লুকানো ছিল শিশুর লাশ
শনিবার (০১ অক্টোবর) রাত ১১টার দিকে ওই বাড়ি চালের ড্রামের মধ্যে থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়।

প্রথম নিউজ, যশোর: যশোর সদরের পতেঙ্গালী গ্রামে একটি বাড়ি থেকে সানজিদা নামে চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (০১ অক্টোবর) রাত ১১টার দিকে ওই বাড়ি চালের ড্রামের মধ্যে থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওই বাড়ির মালিক আঞ্জুয়ারা বেগমকে আটক করেছে ডিবি পুলিশ। নিহত সানজিদা একই গ্রামের সোহেল হোসেনের মেয়ে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম জানান, সানজিদাকে শুক্রবার দুপুর ১২টার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় সানজিদার পরিবার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরে বিষয়টি নিয়ে ডিবি পুলিশ তদন্তে নামে।
সানজিদার পরিবারের সদস্যদের সন্দেহ হয় প্রতিবেশী আঞ্জুয়ারা নামে এক নারীকে। এ সময় তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে লাশ ঘরের চালের ড্রামের মধ্যে রাখা আছে বলে জানায় ওই নারী। কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews