চার বছর আগে প্রেম, সৌদি থেকে দেশে ফিরেই প্রেমিকাকে ধর্ষণ
এ ঘটনায় ওই ভুক্তভোগী বৃহস্পতিবার দিবাগত রাতে ডেমরা থানায় অভিযুক্ত মো. সোহেলের (৪৭) বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
প্রথম নিউজ অনলাইন: বিগত চার বছর পূর্বে প্রেমের সম্পর্ক করে মিথ্যা বিয়ের নাটক সাজিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরে ২২ বছর বয়সী প্রেমিকাকে একাধিকবার ধর্ষণ করেছে মো. সোহেল নামে এক প্রবাসী। রাজধানীর ডেমরায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ভুক্তভোগী বৃহস্পতিবার দিবাগত রাতে ডেমরা থানায় অভিযুক্ত মো. সোহেলের (৪৭) বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। সৌদি ফেরত সোহেল নারায়ণগঞ্জের বন্দর থানার বারপাড়া গ্রামের আব্দুল রহমানের ছেলে। ওই ভুক্তভোগী তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো পাঠায় পুলিশ। তবে সোহেল পলাতক রয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, লম্পট সোহেল ও ধর্ষিতা উভয়ে পাশাপাশি এলাকার বাসিন্দা। চার বছর আগে দেশে থাকাকালে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সোহেল বিদেশে চলে গেলে মোবাইল ফোনে তাদের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়। এক পর্যায়ে সোহেল ভুক্তভোগীকে মোবাইল ফোনে মিথ্যা বিয়ের নাটক করে।
সুব্রত কুমার আরও বলেন, গত ১৫ মার্চ বাংলাদেশে ফিরে বিমানবন্দর থেকেই সোহেল মেয়েটিকে নিয়ে ডেমরার রাজাখালী আতিক মার্কেটের পাশে ইয়াকুব সাহেবের বাড়িতে নিয়ে আসে। এ সময় মেয়েটি বারবার তাদের বিয়ের কথা বললে সোহেল কৌশলে আজকালের মধ্যেই বিয়ের বাকি কাজ সম্পন্ন করবে বলে জানায়। এতে সন্দেহ হলে মেয়েটি বাসা থেকে চলে যেতে চাওয়ার এক পর্যায়ে সোহেল ভুক্তভোগীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে।