জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনসহ আটক ১৪

শুক্রবার বিকালে ইফতার মাহফিলের আলোচনা সভা চলার সময় তিনিসহ ১৪ জনকে আটক করে নিয়ে গেছে ডিবি পুলিশ।

জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনসহ আটক ১৪
জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন আটক

প্রথম নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে ইফতার মাহফিলের আলোচনা সভা চলার সময় তিনিসহ ১৪ জনকে আটক করে নিয়ে গেছে ডিবি পুলিশ। ঢাকা মহানগরী উত্তরের প্রচার সম্পাদক মু. আতাউর রহমান সরকার জানান, বসুন্ধরা সাংগঠনিক থানার উদ্যোগে আর্থ সামাজিক উন্নয়নে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল শুক্রবার বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেলিম উদ্দিন। ভাটারা থানার বসুন্ধরা আবাসিকের ডি ব্লকের ২নং সড়কের, ২৯নং বাড়ির ২ তালায় আলোচনা সভা চলা অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে ডিবি পুলিশের তিনটি গাড়ি বাড়িটি গিয়ে ফেলে। পরে সেলিম উদ্দিনসহ ১৪ জনকে আটক করে নিয়ে গেছে।