চট্টগ্রাম নগরীর বাসা-বাড়িতে ঢুকছে পানি

টানা বৃষ্টিতে চট্টগ্রামের চকবাজার, বাদুরতলা, দুই নম্বর গেট, বাকলিয়া, কাতালগঞ্জ, আগ্রাবাদ সিডিএ ও ষোলশহরসহ নগরীর নিম্নাঞ্চল তলিয়ে গেছে। 

চট্টগ্রাম নগরীর বাসা-বাড়িতে ঢুকছে পানি
ফাইল ফটো

প্রথম নিউজ,চট্টগ্রাম: চট্টগ্রামে সারাদিনই থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। শুক্রবার (১৭ জুন) রাত ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে চট্টগ্রামের চকবাজার, বাদুরতলা, দুই নম্বর গেট, বাকলিয়া, কাতালগঞ্জ, আগ্রাবাদ সিডিএ ও ষোলশহরসহ নগরীর নিম্নাঞ্চল তলিয়ে গেছে। 

নগরীর এসব এলাকা ঘুরে দেখা গেছে, নগরীর নিচু এলাকার অনেক বাসা-বাড়ির পার্কিং ও নিচতলায় বৃষ্টির পানি ঢুকতে শুরু করেছে। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। কাজ শেষে রাতে যারা ঘরে ফিরছেন তাদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি।  চকবাজার এলাকার বাসিন্দা সারোয়ার কামাল  বলেন, চকবাজারের বাদরতলার এলাকায় আমার বাসার নিচে পার্কিংয়ে  হাঁটু পানি। পার্কিংয়ে থাকা সব গাড়ি ডুবে গেছে। আরাকান সড়কেও হাঁটু পানি। এখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এভাবে বৃষ্টি হতে থাকলে আগামীকাল চট্টগ্রামের কেমন অবস্থা হবে সেটাই ভাবছি।

হামজারবাগ এলাকার বাসিন্দা মো. মনির হোসেন বলেন, জিইসি মোড়ে এসেছিলাম জরুরি কাজে। বৃষ্টির পানি উঠেছে জিইসি এলাকা থেকে মুরাদপুর পর্যন্ত। অতিরিক্ত রিকশা ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হয়েছে। সিডিএ (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) প্রতিবছর বর্ষা এলে বলে সামনের বছর জলাবদ্ধতা থাকবে না। কিন্তু জলাবদ্ধতা থেকে আমাদের মুক্তি মিলছে না। সজল খান নামের এক ব্যাংক কর্মকর্তা বলেন, সন্ধ্যার পরে হঠাৎ বৃষ্টিপাত বেড়ে যায়। চকবাজার কেবি আমান রোডে প্রায় হাঁটু সমান পানি জমে গেছে। এতে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্য যেতে হয়েছে। এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। 

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা শেখ হারুন উর রশিদ বলেন, রাত ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শনিবারও চট্টগ্রাম ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom