চাকরি হারানোর শঙ্কায় পাকিস্তানের ১০ লাখ শ্রমিক!
এশিয়ার অন্যতম বড় টেক্সটাইল পণ্য উৎপাদন ও রফতানিকারক দেশ পাকিস্তান। তবে দেশটিতে চলমান অর্থনৈতিক দুরাবস্থার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে টেক্সটাইল খাতে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: নজিরবিহীন অর্থনৈতিক সংকটে পড়েছে পাকিস্তান। বৈদেশিক মুদ্রার ঘাটতি, দেশে মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্যের কল্পনাতীত ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের সংকট সব মিলিয়ে অর্থনৈতিক দিক দিয়ে সম্পূর্ণ কাবু হয়ে পড়েছে দেশটি। এশিয়ার অন্যতম বড় টেক্সটাইল পণ্য উৎপাদন ও রফতানিকারক দেশ পাকিস্তান। তবে দেশটিতে চলমান অর্থনৈতিক দুরাবস্থার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে টেক্সটাইল খাতে। যার ফলে পাকিস্তানের শিল্প প্রতিষ্ঠানগুলো অধিকহারে কর্মী ছাটাই করতে বাধ্য হচ্ছে। দ্যা নিউজ ইন্টারন্যাশনাল নিউজের বরাতে ভারতীয় গণমাধ্যম এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল এই সংবাদ প্রকাশ করেছে।
খবরে বলা হয়, পাকিস্তান ব্যুরো স্ট্যাটিস্টিক্স (পিবিএস) এর তথ্য মতে পাকিস্তানে প্রায় ১৪.৮ শতাংশ শিল্প প্রতিষ্ঠান বিশেষ করে টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠানগুলোর কাচামালের আমদানি কমেছে। ফলে শিল্প প্রতিষ্ঠানগুলো কাজ কমে যাওয়ায় শ্রমিক ছাটাই করতে বাধ্য হচ্ছে। ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন পাকিস্তানের সাধারণ সম্পাদক নাসির মানসুরের মতে, চলতি বছরে প্রায় ১০ লাখ শ্রমিক চাকরি হারাতে পারে যাদের অধিকাংশই টেক্সটাইল বা গার্মেন্টস শ্রমিক।
তিনি আরো বলেন, ২০২২ সালের ভয়াবহ বন্যার ফলে আমাদের দেশের ৪৫ ভাগ তুলা উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। যার জন্য টেক্সটাইল গার্মেন্টস কারখানাগুলোতে এই সংকট তৈরি হয়েছে। এর একমাত্র সমাধান হচ্ছে বাহির থেকে কাচামাল আমদানি করা, কিন্তু এলসি খুলতে বিলম্ব হওয়ায় সবকিছু থেমে আছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: