ঘূর্ণিঝড় মোখা : মিয়ানমারের জন্য ১২০ টন ত্রাণ পাঠাল বাংলাদেশ
প্রথম নিউজ, ঢাকা : ঘূর্ণিঝড় মোখায় মিয়ানমারের রাখাইন রাজ্যে ক্ষতিগ্রস্তদের জন্য ১২০ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। ত্রাণ সামগ্রীর মধ্যে শুকনো খাবার ও ওষুধ রয়েছে।
শনিবার (৩ জুন) নৌ-বাহিনীর জাহাজ সমুদ্র জয়ে করে এসব ত্রাণ সামগ্রী মিয়ানমারের উদ্দেশে রওনা করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য ১২০ টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সহযোগিতায় এসব ত্রাণ মিয়ানমারের জন্য পাঠানো হয়েছে।
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সমন্বিত প্রয়াসে ঘূর্ণিঝড় ‘মোখা’য় ক্ষতিগ্রস্ত মিয়ানমারে খাদ্য ও চিকিৎসা সহায়তা নিয়ে যাচ্ছে নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র জয়’।
উল্লেখ্য, গত ১৪ মে ঘূর্ণিঝড় মোখায় ব্যাপক ক্ষতির মুখে পড়ে মিয়ানমারের রাখাইন রাজ্য। ওই ঘূর্ণিঝড়ে রাখাইনে দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়।