গ্রেপ্তার করে গণসমাবেশে জনতার ঢল থামানো যাবে না : রিজভী

আজ সোমবার দুপুরে রাজধানীর বেইলি রোডে বিএনপির গণসমাবেশ উপলক্ষে প্রচার উপকমিটির উদ্যোগে লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

গ্রেপ্তার করে গণসমাবেশে জনতার ঢল থামানো যাবে না : রিজভী

প্রথম নিউজ, ঢাকা: চক্রান্ত ও গ্রেপ্তার করে বিএনপির গণসমাবেশে জনতার ঢল থামানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ সোমবার দুপুরে রাজধানীর বেইলি রোডে বিএনপির গণসমাবেশ উপলক্ষে প্রচার উপকমিটির উদ্যোগে লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম বলেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নানা ধরনের তৎপরতা চালাচ্ছে। তারা আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা বিভাগের গণসমাবেশ হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। যেভাবে দেশের ৯ টি বিভাগে ইতিমধ্যে গণসমাবেশ হয়েছে। তেমনইাবে ঢাকা বিভাগের গণসমাবেশ হবে। এটা তো জাতীয় সমাবেশ না। এখানে ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসবেন। কিন্তু সরকার সেটাকে ব্যাহত করতে চাচ্ছে। এই কর্মসূচিতে হানা দেওয়া হচ্ছে। এসব তো করে ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদী ও নাৎসী সরকার। আজকে সেটাই করছে আওয়ামী লীগ সরকার।

রিজভী বলেন, আজকে এসব চক্রান্ত ও গ্রেপ্তার করে বিএনপির কর্মসূচিতে জনতার ঢল থামানো যাবে না। আমরা যাদেরকে লিফলেট দিচ্ছি তারা বলছেন আমাদের সমাবেশে উপস্থিত থাকবেন। এই যে তাদের মনের আকুতি ও আকাঙ্ক্ষা সেটা কিন্তু সরকার বন্ধ করতে পারবেনা। তিনি বলেন, ঢাকা বিভাগের গণসমাবেশ হলো আমাদের নিয়মিত কর্মসূচি ও আন্দোলনের অংশ। আমাদের আরো কর্মসুচী আসবে।

তিনি বলেন, আজকে মিথ্যা ও সাজানো উদ্দেশ্যপ্রণোদিত মামলায় কারাবন্দী গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতেই এই আন্দোলন। প্রশ্নের জবাবে তিনি বলেন, শিগগিরই ঢাকা বিভাগীয় বিএনপির গণসমাবেশের স্থান নিয়ে জটিলতা নিরসন হবে।

রিজভী বলেছেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপির উদ্যোগে ঢাকায় জন সমাবেশ। এই সমাবেশ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সমাবেশ। এই সমাবেশ হচ্ছে গত দুই তিন মাস ধরে বিএনপির নেতাকর্মীদের যে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে। শাওন নূরে আলম সহ যাদেরকে হত্যা করা হয়েছে এ হত্যার প্রতিবাদে।

তিনি বলেন, 'গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে বন্দী করে রাখা হয়েছে তার প্রতিবাদে এই সমাবেশ। গণতন্ত্র বাক স্বাধীনতা স্বাধীনভাবে চলাফেরা কথা বলার অধিকার ফিরিয়ে আনার জন্য এই সমাবেশ। এই গণ সমাবেশের জন্য প্রস্তুতি নেয়া হয়েছে। প্রচার প্রচারণা চালাচ্ছে যদিও আমাদের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছে। নেতাকর্মীদের বাসা বাড়িতে অন্যায় ভাবে অভিযান চালাচ্ছে। এবং বাড়ির সদস্যদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। তারপরেও আমাদের দমাতে পারেনি। অদম্য সাহস নিয়ে আমাদের নেতাকর্মীরা প্রচার প্রচার চালিয়ে যাচ্ছে।সরকারের এই দমননীতিকে ধিক্কার ও নিন্দা জানাচ্ছি। অপরদিকে সাধুবাদ জানাচ্ছি আমাদের সেই কর্মীদেরকে যারা অদম্য সাহসের সাথে কাজ করে যাচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু , বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, কেন্দ্রীয় নেতা কাজী আবুল বাশার, আ ক ম মোজাম্মেল হক, ওমর ফারুক সাফিন, আমিনুল ইসলাম, অ্যাডভোকেট আবেদ রাজা, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, আকরামুল হাসান মিন্টু সহ-বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom