গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে আগুন, নিহত ১
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দুটি গাড়িতে আগুন ধরে যায়।
প্রথম নিউজ, ফরিদপুর: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ উল্লাহ (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এসময় আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দুটি গাড়িতে আগুন ধরে যায়।
মোহাম্মদ উল্লাহ মানিকগঞ্জের সানবান্দা গ্রামের আব্দুল লতিফ মাস্টারের ছেলে। অপরদিকে আহতরা হলেন, মানিকগঞ্জের সানবান্দা গ্রামের হযরত আলীর ছেলে ফাহিম, ফাহাদ ও ইফাদ।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক আবুল হাসেম মজুমদার জানান, খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে মানিকগঞ্জ থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িতে আগুন ধরে যায়। এসময় ঘটনাস্থলে প্রাইভেটকারচালক নিহত হন। এসময় তিন ভাই আহত হয়েছেন। তাদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করে।