গণতন্ত্র ধ্বংসে আ. লীগ ডামি পর্যবেক্ষকও এনেছে : এবি পার্টি 

আজ ঢাকায় আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচি থেকে এ অভিযোগ করেছেন দলটির নেতারা।

গণতন্ত্র ধ্বংসে আ. লীগ ডামি পর্যবেক্ষকও এনেছে : এবি পার্টি 

প্রথম নিউজ, ঢাকা : গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করতে আওয়ামী লীগ এবার রাষ্ট্রীয় বিপুল টাকা ব্যয় করে ডামি পর্যবেক্ষক এনেছে বলে অভিযোগ করেছে এবি পার্টি। আজ ঢাকায় আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচি থেকে এ অভিযোগ করেছেন দলটির নেতারা। এতে সভাপতিত্ব করেন দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম। 

এবি পার্টি নেতারা বলেন, জনপ্রত্যাখ্যাত নির্বাচনকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা খুবই হাস্যকর এবং সরকারের দেউলিয়াত্বের প্রমাণ।এতে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক বি এম নাজমুল হক, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান ও মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনসহ কেন্দ্রীয় নেতারা।

অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, এই প্রহসনের নির্বাচন জাতি মেনে নেয়নি, গণতান্ত্রিক বিশ্ব মেনে নেয়নি। এই অবৈধ সংসদ আমরা চলতে দিতে পারি না, আমরা গণতান্ত্রিক বিশ্বকে বলবো একটি একতরফা প্রহসনের নির্বাচনকে আপনারা স্বীকৃতি দেবেন না।