গাজীপুরে বিএনপির পদযাত্রায় জনতার ঢল
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল সাড়ে ১০ নগরীর রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে এ পদযাত্র শুরু হয়।
প্রথম নিউজ, দেলোয়র হোসেন, গাজীপুর : সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের একদফা দাবিতে গাজীপুর মহানগর ও জেলা বিএনপি পদযাত্রা করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল সাড়ে ১০ নগরীর রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে এ পদযাত্র শুরু হয়। প্রায় ৪ কিলোমিটার লম্বা এ পদযাত্রাটি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ পর্যন্ত গিয়ে সমাপ্ত হয়।
স্মরণকালের সর্ববৃহৎ পদযাত্রার নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন ও মহানগর বিএনপির সভাপিত শওকত হোসেন সরকার। এতে আরও অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, হুমায়ূন কবির খান, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কাজী সাইয়েদুল আলম বাবুল, মেয়র মো. মজিবুর রহমান, ডা. মাজহারুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, মীর হালিমুজ্জামান ননী, ডা. শফিকুল ইসলাম, রাকিবউদ্দিন সরকার পাপ্পু, ড. ব্যারিস্টার ইশরাক আহাম্মেদ সিদ্দিকী, এড মেহেদী হাসান এলিস, এড. আব্দুস সালাম শামীম, সুরুজ আমাম্মেদসহ জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সরকারের পদত্যাগের দাবি সম্বলিত ফ্যাস্টুন, ব্যানার ও বাদ্যযন্ত্র নিয়ে পদযাত্রায় অংশ নেয়। এসময় নেতাকর্মীদের শ্লোগানে রাজপথ প্রকম্পিত হয়ে উঠে।