গাজীপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১০
প্রথম নিউজ, গাজীপুর: বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকেরা। এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ও সংঘর্ষ হয়। পরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছে। কারখানা এলাকা ও মহাসড়কে বিপুল পরিমাণ পুলিশ অবস্থান নিয়েছে। শ্রমিক ও পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে নিউ লাইন ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে । এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় পুলিশ ও শ্রমিকদের মাঝে সংঘর্ষ শুরু হয়। পুলিশের লাঠিচার্জ ও কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে । এতে অন্তত ১০ জন শ্রমিক ও স্থানীয় দোকানদার আহত হয়েছে। আহতদের শ্রমিকদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
সকাল ১০টার দিকে মহাসড়ক থেকে শ্রমিকার সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয় । আন্দোলনরত শ্রমিকরা জানায়, শ্রমিকদের গত ৩ মাসের, স্টাফদের ৫ মাসের বেতন বকেয়া রয়েছে। কিন্তু কারখানা মালিক বেতনের আশ্বাস দেওয়ার পরেও বেতন দেয়না। পরে বেতনের দাবিতে আন্দোলন শুরু করে। মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুর রহমান জানান, ঘটনাস্থলে শিল্প ও থানা পুলিশ রয়েছে। পরিবেশ অনেকটা কিছুটা শান্ত হয়েছে। শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান নিয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: