আর্জেন্টিনা জিতলে নীল-সাদা শাড়ি পরবেন তো স্বস্তিকা?

স্বস্তিতে নেই টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়

 আর্জেন্টিনা জিতলে নীল-সাদা শাড়ি পরবেন তো স্বস্তিকা?
 আর্জেন্টিনা জিতলে নীল-সাদা শাড়ি পরবেন তো স্বস্তিকা?-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : স্বস্তিতে নেই টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ফুটবল উন্মাদনায় মেতে সামাজিকমাধ্যমে পোস্ট করে পড়লেন বিপাকে। মন্তব্যের ঘরে তির্যক মন্তব্য হজম করতে হচ্ছে অভিনেত্রীকে।

শুক্রবার (৯ ডিসেম্বর) ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার ম্যাচে উত্তেজনা ছিল আকাশছোঁয়া। তারমধ্যেই ফেসবুকে স্বস্তিকা লিখলেন, ক্রোয়েশিয়ার জনসংখ্যা মাত্র ৪০ লাখ। আর সেখানে দিল্লি, মুম্বাই এবং লখনঊ এর জনসংখ্যা সর্বমোট ৬ থেকে ৭ কোটি। বোঝাই যাচ্ছে অভিনেত্রীর ইঙ্গিত কোনদিকে।

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশে একটি ফুটবল টিম তৈরি করা সম্ভব হচ্ছে না— যারা কিনা বিশ্বকাপ ফুটবলের মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করবেন। এদিন স্বস্তিকা দিল্লি, মুম্বাই, লখনঊয়ের কথা উল্লেখ করলেও নিজ রাজ্য কলকাতাকে মেনশন করতেই ভুলে গেছেন। তাকে আবার শুধরে দিলেন পশ্চিমবঙ্গের লোকেরাই। বললেন, ‘দিদি এখানে যে ১০ কোটি, সেই নিয়ে কিছু বলুন?’ কারো কথায়, ‘এখানে ফুটবল প্লেয়ার তৈরি হয়। শুধু ব্যবস্থাপনা নেই। কিন্তু বাঙালির রক্তে রক্তে ফুটবল।’ কেউ আবার ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে বললেন তাকে।

তবে স্বস্তিকার পক্ষ নিয়ে ফুটবলের বেহাল দশায় ভারতীয় রাজনীতিকেই দুষছেন তার অনুরাগীরা। বলছেন, ‘ভারতের মত পলিটিক্স ক্রোয়েশিয়ায় নেই।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom