গা বাঁচিয়ে খেলতে চান না তাসকিন

গত দুই বছর ধরে বল হাতে ধারাহিক তাসকিন আহমেদ

গা বাঁচিয়ে খেলতে চান না তাসকিন

প্রথম নিউজ, ডেস্ক : গত দুই বছর ধরে বল হাতে ধারাহিক তাসকিন আহমেদ। বলা যায়, এই সময়ে নিজেকে নতুন রূপে দেখিয়েছেন এই পেসার। ফিটনেস কিংবা মাঠের পারফরম্যান্সে দুই জায়গায়ই তার উন্নতির ছাপ স্পষ্ট। তারপরও গত কয়কেও মাসে একাধিকবার ইনজুরিতে পড়েছেন তিনি। তাসকিনের মতে, চোট সবসময় কষ্টের, তবে যতটা সম্ভব চোট এড়িয়েই পথ চলতে চান তিনি।

সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজেও ইনজুরির কারণে তাসকিন ছিলেন দলের বাইরে। বর্তমানে নিজেকে ফিরে পেতে চালিয়ে যাচ্ছেন কঠোর অনুশীলন। আজ মঙ্গলবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন বলেন, 'ইনজুরির কারণে দলের বাইরে থাকার স্বাদটা কখনোই আনন্দদায়ক নয়। ক্রিকেটার হিসেবে খারাপ লাগে। ২০১৯ বিশ্বকাপে যখন বাদ পড়েছিলাম, ওই মুহুর্তটা খুব দুঃখজনক ছিল আমার জন্য বিষয়টা। তবে এখন বুঝতে পারি, আল্লাহ্‌ যা করেন ভালোর জন্যই করেন।' 


বারবার ইনজুরিতে পড়লেও গাঁ বাচিয়ে খেলতে নারাজ তাসকিন, 'আরেকটা জিনিস যেটা, গা বাঁচিয়ে খেলা আমার জন্য সম্ভব নয়। বল হাতে নিয়ে খেলতে নামলে এটা মাথায় থাকেই না যে কীভাবে নিরাপদে খেলা যায়। আর আমিতো ফাস্ট বোলার। লাল-সবুজের হয়ে খেলাটা অনেক গর্বের একটা ব্যাপার। শুধু এটা না, ক্রিকেটটাই আসলে। তো যখন খেলতে নামি, মাথায় এটা থাকে না যে সামনে বড় ইভেন্ট আছে না কী আছে। আল্লাহ্‌ যাতে সুস্থ রাখেন, এটাই সবসময় দোয়া করি।' 

ভারতের মাটিতে বিশ্বকাপ, আর সেখানকার উইকেট নিয়ে টাইগার পেসার তাসকিন যেমনটা বলছিলেন, 'প্রত্যেকটা ম্যাচের আগে আসলে প্রস্তুতি নিতে হয়। নতুন দিন, নতুন ম্যাচ, নতুন প্রস্তুতি। আমরা তো উপমহাদেশেই খেলি। ভারতেরটা তুলনামূলক বেশি ভালো উইকেট হয়, ব্যাটিংয়ের জন্য। এক দিক দিয়ে ভালো, ওখানে ভালো করতে পারলে আত্মবিশ্বাস আরও জন্মাবে। আর হারানোর ভয়টা কম রেখে যদি এগোতে পারি, আমাদের জন্যই ভালো।'

'এক-দুই দিন খারাপ দিন যেতে পারে যে কোনো বোলার বা ক্রিকেটারের। সেটা যাবেই। তবে আমার বিশ্বাস, আমরা আমাদের সেরা ছন্দের সর্বোচ্চটা বাস্তবায়ন করতে পারলে ওই কন্ডিশনেও ভালো করা সম্ভব। অবশ্যই চ্যালেঞ্জিং, তবে আমরা ওই চ্যালেঞ্জটা নেব ইনশাআল্লাহ্‌।'-আরও যোগ করেন তিনি।