খালের পানিতে ডুবে প্রাণ গেলো দুই বছরের শিশুর

 খালের পানিতে ডুবে প্রাণ গেলো দুই বছরের শিশুর

প্রথম নিউজ, মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে বাড়ির পাশে খালের পানিতে ডুবে বিহান মিত্র (২) নামের এক শিশু মারা গেছে।

শনিবার (৫ আগস্ট) দুপুরে পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বিহান মিত্র একই গ্রামের নেপাল মিত্রের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সবার অজান্তে শিশু বিহান বাড়ির পাশে খালের পানিতে ডুবে যায়। পরে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।