খেরসনের ডেপুটি গভর্নরকে হত্যা চেষ্টা, মারা গেলেন চালক
প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার খেরসন অঞ্চলের ডেপুটি গভর্নর ভিটালি বুলিয়ুককে হত্যার চেষ্টা চালানো হয়েছে। তবে এতে তিনি প্রাণে বেচে গেলেও, মারা গেছেন তার গাড়ির চালক। ধারণা করা হচ্ছে, তার গাড়িতে বোমা রাখা হয়েছিল। ভিটালি বর্তমানে সামান্য আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ খবর দিয়েছে আরটি। সম্প্রতি এক গণভোটের মাধ্যমে খেরসনকে নিজের সঙ্গে যুক্ত করে রাশিয়া। তবে এই গণভোটকে স্বীকৃতি দেয় না ইউক্রেনসহ তার পশ্চিমা মিত্ররা। রাশিয়া গত ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করার এক সপ্তাহের মধ্যেই খেরসন দখলে নিয়ে নেয়। ধারণা করা হয়, খেরসনের কর্মকর্তারা রুশপন্থী হওয়ায় তারাই এ অঞ্চল দখলে রাশিয়াকে সাহায্য করে। রাশিয়াও খেরসন দখলে নিয়ে আগের কর্মকর্তাদেরই ক্ষমতায় বসায়। বর্তমান ডেপুটি গভর্নর ভিটালি নিজেও ইউক্রেনের আমলে খেরসন রিজিওনাল কাউন্সিলের ডেপুটি হেড ছিলেন। খেরসন অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রী ভাদিম ইলমিভ সাংবাদিকদের জানিয়েছেন, ভিটালির বর্তমান অবস্থা স্থিতিশীল।
তাকে খেরসনের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ডেপুটি গভর্নরের চালক ঘটনাস্থলেই মারা গেছেন। গাড়িটিতে হঠাতই আগুন ধরে যায় এবং পুড়ে যায়। এদিকে এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে খেরসনের বর্তমান কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা বলেছে, ইউক্রেনীয় ‘সন্ত্রাসীরা’ ভিটালি বুলিয়ুককে হত্যার চেষ্টা করেছে। এক সরকারি সফরে গত ১২ই ডিসেম্বর তিনি স্কাদোভস্ক শহরে যাচ্ছিলেন। এসময় তার গাড়ি উড়িয়ে দেয়া হয়। এতে ভিটালি বেচে গেলেও দুর্ভাগ্যজনকভাবে এক বেসামরিক নিহত হয়েছেন। এ হত্যাচেষ্টা নিয়ে আইনপ্রয়োগকারী সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। এর পেছনে থাকা দোষীদের খুজে বের করে শাস্তি দেয়ার ঘোষণা দিয়েছে রুশ কর্তৃপক্ষ। এর আগে খেরসনের আরেক উচ্চপদস্থ কর্মকর্তা গত মাসে গাড়ি দুর্ঘটনায় নিহত হন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: