কুষ্টিয়ায় বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রথম নিউজ, কুষ্টিয়া্ : শনিবার সকালে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির মাঠে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার পূর্বে জেলা বিএনপি অধিনস্ত সকল ইউনিটের নেতৃবৃন্দ নিজ নিজ উইনিটের ব্যানারে মিছিল সহকারে পাবলিক লাইব্রেরির মাঠে জড়ো হতে থাকে। কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সকাল সাড়ে ১১টাই আলোচনা সভা শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলে।
উক্ত আলোচনা সভা সভাপতিত্ব করেন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ফরিদা ইয়াসমিন সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা বিএনপির অধিনস্ত সকল ইউনিটের সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব ও সকল অঙ্গসংগঠনের জেলা ও উপজেলার সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব।
সভায় বক্তারা বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের নানা দিক আলোচনা করেন এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করেন।