কৃষক দলের উদ্যোগে পল্টন কালবার্ট রোড এলাকায় লিফলেট বিতরণ
প্রথম নিউজ, ঢাকা: সরকারের পদত্যাগ, দ্রব্যমূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানী সংকট এর প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহবান জানিয়ে লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী কৃষক দল।
আজ বুধবার দুপুরে রাজধানীর পল্টনে কালবার্ট রোড এলাকায় বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে কৃষক দলের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করনে। এ সময়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কৃষক দলের সহ সভাপতি ভিপি ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন , সহ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান, দফতর সম্পাদক শফিকুল ইসলাম, কৃষকদল ঢাকা মহানগর দক্ষিনের আহবায়ক হাজী কামাল হোসেনসহ নেতাকর্ীরা উপস্থিত ছিলেন।
‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ শিরোনামে ওই লিফলেট বিরতরণের সময় রিজভীর সঙ্গে থাকা নেতা-কর্মীরা, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিতবে কারা? কৃষক-শ্রমিক-জনতা’ ইত্যাদি স্লোগান দেয়।
লিফলেট বিতরনের সময় রুহুল কবির রিজভী বলেন, কৃষকেরা সবচেয়ে বেশি নীপিড়িত । অর্থমন্ত্রী বলেছেন দেশ এখনও দেউলিয়া হয়ে যায়নি। তারমানে যাবে। সরকারের দুর্নীতি ও লুtপাটে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। দেশে ডলার সংকট। ডলার সংকটে সার আমদানি করতে পারছে না। এর প্রভাব পড়ছে কৃষকের উপর।
এ সময় তিনি আরও বলেন ৭ জানুয়ারীর ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। এর বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। সরকার পতনের লক্ষে্্য সবাই এখন মাঠে আছে, আন্দোলনে আছে। গোটা জাতি ঐক্যবদ্ধ। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের পতন ঘটানো হবে ইনশাল্লাহ।