কা‌লোবাজারি বন্ধে প্রতিদিন টিকিট কেনার তালিকা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

সোমবার (১৮ মার্চ) বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তি‌নি সাংবাদিকদের এ কথা জানান তিনি।

কা‌লোবাজারি বন্ধে প্রতিদিন টিকিট কেনার তালিকা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

প্রথম নিউজ, রাজবাড়ী: ট্রেনের টিকিট কা‌লোবাজারি বন্ধে প্রতি‌দিন ‌টি‌কিট কেনার তালিকা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী ‌মো. জিল্লুল হাকিম।

সোমবার (১৮ মার্চ) বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তি‌নি সাংবাদিকদের এ কথা জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, টিকিট ছাড়ার ২-৩ ঘণ্টার মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়। যে কার‌ণে যেসব নম্বর থেকে টিকিট কেনা হয়, প্রতি‌দিন ওইসব নম্ব‌রের তালিকা নেওয়া হচ্ছে। যা‌তে তারা এটা না কর‌তে পা‌রে এবং পাশাপা‌শি কাউন্টার থেকে টিকিট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

তি‌নি আরও বলেন, গতকাল রেলের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। যে ব্যক্তি ফিস প্লেট খুলছিল তাকে ধাওয়া দিলে ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব‌্যা‌গে তার আইডি কার্ডসহ কাগজপত্র পাওয়া গেছে। মূলত সে কিছু টাকার বিনিময়ে এই কাজ করছে।

মন্ত্রী বলেন, মানুষ হত্যা করে যেমন রাজনৈতিক ফায়দা লুটা যায় না, তেম‌নি টাকার বিনিময়ে রেল লাইন কেটে ক্ষমতায় যাওয়া যায় না। ক্ষমতায় যেতে হলে মানুষের সঙ্গে সম্পৃক্ত হ‌তে হয়। বিএনপি-জামায়া‌ত এগুলো করে, আগুন সন্ত্রাস ক‌রে এখন জনসমর্থন পাচ্ছে না।