ক্রয় ক্ষমতার বাইরে ব্রয়লার মুরগি, কেজি ২৫০-২৬০ টাকা

‘গরিবের গরুর মাংস’ খ্যাত ব্রয়লার মুরগিও নিম্নবিত্ত ও মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেলো। প্রতিদিনই বাড়ছে ব্রয়লারের দাম।

ক্রয় ক্ষমতার বাইরে ব্রয়লার মুরগি, কেজি ২৫০-২৬০ টাকা
ক্রয় ক্ষমতার বাইরে ব্রয়লার মুরগি, কেজি ২৫০-২৬০ টাকা

প্রথম নিউজ, অনলাইন: ‘গরিবের গরুর মাংস’ খ্যাত ব্রয়লার মুরগিও নিম্নবিত্ত ও মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেলো। প্রতিদিনই বাড়ছে ব্রয়লারের দাম। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে প্রায় ৬০ টাকা। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৫০-২৬০ টাকা দরে। বাজারে গিয়ে ব্রয়লার মুরগির দাম শুনে ক্রেতাদের চোখ কপালে ওঠার মতো অবস্থা। অনেকে ক্ষোভ প্রকাশ করেন। তালিকা থেকে ব্রয়লার মুরগি বাদ দিয়ে কম দামের মাছ কিনেই বাড়ি ফিরেন তারা। শুধু ব্রয়লার মুরগি নয়, নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যই দিনদিন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। 

এদিকে রাজধানীর বিভিন্ন বাজারে গরুর মাংসের কেজি ৫০ টাকার মতো বেড়েছে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা দরে। খাসির মাংসের দাম প্রতিকেজি ১১শ টাকা। আর বকরির মাংস ৯০০ টাকা। অন্যদিকে মুদি বাজারে তেল, চিনি, আটা, ময়দা, গুঁড়া দুধসহ অন্যান্য বেশকিছু পণ্য বাড়তি দামে আটকে রয়েছে। সপ্তাহের ব্যবধানে নতুন করে বেড়েছে ডাল ও ছোলার দাম। প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১০০-১০৫ টাকা দরে, যা গত সপ্তাহে ৯০-৯৫ টাকা ছিল। একইভাবে প্রতি কেজি ১০ টাকা বেড়ে বুটের ডাল ৯৫-১০০ এবং মাসকলাইয়ের ডাল ১৫৫-১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে বাজারে শীতের সবজির দাম ১০-২০ টাকা বেড়েছে। আর গ্রীষ্মের যে নতুন সবজি এসেছে তাতে হাত দেওয়ার অবস্থা নেই। প্রতিকেজি বেগুন ৮০ টাকা, করলা ১২০ টাকা, বরবটি ১২০ টাকা, পটল ১২০ টাকা, ঝিঙা ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে বাজারে এখন পেঁয়াজের দাম কম থাকলেও কমেনি আদা-রসুনের দাম। প্রতিকেজি আদা বিক্রি হচ্ছে মানভেদে ১৪০-২৮০ টাকা ও রসুন ১৬০-২২০ টাকা দরে। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: