কীর্তিনাশায় নিখোঁজের পাঁচদিন পর যুবকের মরদেহ উদ্ধার
শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদী পার হতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন জাহান উদ্দিন চোকদার নামে এক যুবক
প্রথম নিউজ, শরীয়তপুর : শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদী পার হতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন জাহান উদ্দিন চোকদার নামে এক যুবক। এ ঘটনার পাঁচদিন পর বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের গোরাইল এলাকার কীর্তিনাশা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শনিবার (৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার জপসা ইউনিয়নের লক্ষ্মীবাজার রমেশ মাঝি খেয়াঘাটের কাছে নদী পার হতে গিয়ে নিখোঁজ হন জাহান।
জাহান উদ্দিন চোকদার (২৭) জপসা ইউনিয়নের লক্ষ্মীবাজার এলাকার আমজেদ আলী চোকদারের ছেলে। তিনি মাটিকাটা শ্রমিকের কাজ করতেন।
নিখোঁজের পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার ভোরে জাহান উদ্দিন কর্মস্থলে যাওয়ার সময় কীর্তিনাশা নদী পার হতে গিয়ে মাঝ নদীতে নৌকা থেকে পড়ে যান। তারপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। নড়িয়া ও মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার সারাদিন নদীতে উদ্ধার অভিযান চালিয়েও তাকে পায়নি। বৃহস্পতিবার নিখোঁজের স্থান থেকে এক কিলোমিটার দূরে গোরাইল এলাকার নদী থেকে স্থানীয়রা ও পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে।
শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সেলিম মিয়া বলেন, নিখোঁজ হওয়ার পর শনিবার নড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু আমাদের কোনো ডুবুরি দল না থাকায় মাদারীপুর থেকে ছয় সদস্যের ডুবুরি দল আনা হয়েছিল। নিখোঁজের সন্ধানে নদীর প্রায় এক কিলোমিটার এলাকায় উদ্ধার অভিযান চলে। কিন্তু ওইদিন তাকে পাওয়া যায়নি।
জাহানের বাবা আমজাদ আলী চোকদার বলেন, গত শনিবার ভোরে ফজরের নামাজের পর কাজ করার জন্য বাড়ি থেকে বের হয় জাহান। কাজে যেতে নদী পার হতে হয়। নৌকায় পার হওয়ার সময় নদীতে পড়ে নিখোঁজ হয় জাহান। আজ ছেলের লাশ পেয়েছি। আমার ছেলেকে আল্লাহ জান্নাতবাসী করুক।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আজ জাহান উদ্দিনের মরদেহ নদীতে পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই।