কুমিল্লা ডোবায় ভাসছিল বৃদ্ধার মরদেহ

কুমিল্লা ডোবায় ভাসছিল বৃদ্ধার মরদেহ

প্রথম নিউজ, কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রামে আলী আহম্মদ নামের ডোবায় ভাসমান অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ অক্টোবর) সকালে উপজেলার শুভপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, আলী আহম্মদ (৯০) উপজেলার শুভপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মরহুম আকরাম আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আলী আহম্মদ বৃহস্পতিবার ভোরে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে শুক্রবার থানায় একটি সাধারণ ডায়েরি করেন জামাতা তাজুল ইসলাম। শনিবার ভোরে পাশের বাড়ির এক নারী সুপারি পাড়ার বাছা মিয়ার ডোবার পাড়ে গেলে মরদেহটি ভাসতে দেখে লোকজনকে খবর দেয়। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক মো. ওসমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক মো. ওসমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।