কনুইয়ের কালো দাগ দূর করতে কী করবেন
মুখের ত্বক যত্নে রাখা হলেও হাত বা কনুইয়ের ত্বকের ব্যাপারে আমরা থাকি উদাসীন
প্রথম নিউজ, ডেস্ক : মুখের ত্বক যত্নে রাখা হলেও হাত বা কনুইয়ের ত্বকের ব্যাপারে আমরা থাকি উদাসীন। ফলে হুটহাট কনুইয়ে পড়ে যায় দৃষ্টিকটু কালো ছোপ। কীভাবে এই দাগ দূর করবেন? জেনে নিন ঘরোয়া উপায়।
প্রতিদিন কনুইয়ে লাগান অ্যালোভেজা জেল। কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা জেলের সঙ্গে কফি মিশিয়ে কনুইয়ের ত্বকে ঘষুন। কফির রঙ বদলাতে শুরু করলে ধুয়ে ফেলুন।
টমেটো অর্ধেক করে কেটে ঘষুন কনুইয়ে। হাইপারপিগমেনটেশনের সমস্যা দূর করতে বেশ কার্যকর টমেটো।
২ টেবিল চামচ বেসনের সঙ্গে লেবুর রস মেশান। মিশ্রণটি কনুইয়ে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। লেবুর রস ত্বকের স্বাভাবিক রঙ নিয়ে আসতে সাহায্য করবে ও বেসন ত্বকের মরা চামড়া দূর করবে।
সমপরিমাণ চিনি ও অলিভ অয়েল একসঙ্গে মেশান। মিশ্রণটি কনুইয়ের ত্বকে লাগান চক্রাকারে। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে ঘষুন। লেবুর ব্লিচিং উপাদান দূর করবে কালচে দাগ।
বেকিং সোডা প্রাকৃতিক পরিষ্কারকের কাজ করে। ১ টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে দুধ মেশান। পেস্টটি কনুইয়ে ঘষে লাগিয়ে ধুয়ে ফেলুন। মরা চামড়া দূর হওয়ার পাশাপাশি উজ্জ্বল হবে ত্বক।
হলুদ গুঁড়া অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। কনুইয়ের ত্বকে এই পেস্ট লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।