কথিত বাংলাদেশিসহ বিদেশিদের দিল্লি থেকে ফেরত পাঠানোর আবেদন প্রত্যাখ্যান দিল্লি হাইকোর্টের
প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক : বৈধ ভিসা ও পাসপোর্ট ছাড়া দিল্লিতে বসবাসরত কথিত অবৈধ বাংলাদেশি, আফ্রিকান ও বিদেশি অন্য দেশের নাগরিকদের অবিলম্বে যার যার দেশে ফেরত পাঠানোর জন্য জনস্বার্থে করা এক আবেদন (পিআইএল) বুধবার খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। এই আবেদন করেছিলেন এডভোকেট সুশীল কুমার জৈন। প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মা ও সুব্রামনিয়াম প্রসাদের ডিভিশন বেঞ্চে এ আবেদনের শুনানি হয়। এ সময় বিচারপতিরা আবেদনকারীর কাছে জানতে চান কিসের ভিত্তিতে এই আবেদন করা হয়েছে। জবাবে আইনজীবী আদালতের কাছে বলেন, এসব বিদেশি বেআইনিভাবে বসবাস করছেন। তাদের অনিষ্ঠ করার পরিকল্পনা আছে। এমন যুক্তির জবাবে আদালত প্রশ্ন রাখেন- কিসের ভিত্তিতে আপনি এসব কথা বলছেন? আপনিতো জাতিবিদ্বেষী মন্তব্য করছেন। তারাও মানবসন্তান। কোনো ভিত্তি ছাড়াই তাদের বিরুদ্ধে আপনি মারাত্মক অভিযোগ করছেন। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস। আবেদনকারী দাবি করেছেন, এসব বিদেশি স্টুডেন্ট বা মেডিকেল ভিসায় ভারতে গিয়েছেন এবং তারা বেআইনি কর্মকাণ্ডে জড়িত।
এর মধ্যে আছে মাদক পাচার, মানবপাচার ও সাইবার জালিয়াতি। মাদক পাচারের সঙ্গে যারা জড়িত তার বেশির ভাগই আফ্রিকান। তাদের এ কর্মকাণ্ডে তরুণরা আক্রান্ত হচ্ছে। এতে তাদের ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। তরুণদের অনেকে মাদকে আসক্ত হয়েছে। এরপর তারা অপরাধে জড়িত হচ্ছে। এতে বাড়ছে অপরাধ। ফলে অতিরিক্ত দায়িত্ব বর্তানো পুলিশ প্রশাসনের ওপর আরও চাপ বেড়েছে। আদালত তার কাছে এর পক্ষে প্রমাণ চাইলে ওই আইনজীবী ডকুমেন্ট জমা দেয়ার জন্য কিছু সময় চেয়ে নেন। ওদিকে আবেদনকারীর এমন দাবির প্রেক্ষিতে আদালত বলেছে, তিনি কোনো গবেষণা ছাড়াই এ আবেদন করেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews