কিছু দিনের মধ্যে আরও স্যাংশন আসছে : রেজা কিবরিয়া

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে দলের উদ্যোগে ‘সংবিধান ও গণতন্ত্র : প্রেক্ষিত বাংলাদেশ’-শীর্ষক এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

কিছু দিনের মধ্যে আরও স্যাংশন আসছে : রেজা কিবরিয়া

প্রথম নিউজ, অনলাইন: আগামী কিছু দিনের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে আরো কিছু দেশের স্যাংশন আসতে পারে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক রেজা কিবরিয়া। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে দলের উদ্যোগে ‘সংবিধান ও গণতন্ত্র : প্রেক্ষিত বাংলাদেশ’-শীর্ষক এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

রেজা কিবরিয়া বলেন, এই সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে। দেশে-বিদেশে কেউ আর সরকারের সাথে নেই। ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে আওয়ামী লীগ সরকারের গুম-খুন-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। অস্ট্রেলিয়ান পার্লামেন্টে এই সরকারকে স্যাংশন দেওয়ার প্রস্তাব উঠেছে। আগামী কিছুদিনের মধ্যে আরো কিছু আন্তর্জাতিক খবর শুনতে পাবেন, কিছু দেশের স্যাংশন দেখতে পাবেন এ সরকারের অপকর্মের বিরুদ্ধে। তাই এই সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না। এ সরকার দেশটা ধ্বংস করে দিয়েছে, বিদেশেও দেশের মান-সম্মান ধূলিস্যাৎ করে দিয়েছে।

গণঅধিকার পরিষদ নেতা মিয়া মশিউজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ ছাড়া আরও বক্তব্য রাখেন-গণঅধিকার পরিষদের এই অংশের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান, আইনজীবী মহসীন রশিদ, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম খান চৌধুরী, ব্যারিস্টার জীশান মহসিন, অধ্যাপক মাহবুব হোসেন, জাকারিয়া পলাশ, সাদ্দাম হোসেন, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আতাউল্লাহ, তারেক রহমান, অ্যাডভোকেট শিরিন আকতার শেলী, সাকিব হোসাইন, শেখ খায়রুল কবির, কেন্দ্রীয় নেতা আহমেদ ইসমাইল বন্ধন, জিয়াউর রহমান জিয়া প্রমুখ।