এসএসসি পরীক্ষা দেওয়া হলো না উর্মির
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর সবুজবাগ দক্ষিণ রাজারবাগ এলাকার একটি টিনশেড বাসা থেকে উর্মি আক্তার (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে ঘটনাটি ঘটে। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।
সবুজবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবির দেবনাথ ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে দক্ষিণ রাজারবাগ বাগপাড়া ৮/১/ক নম্বর টিনশেড বাসা থেকে উর্মির ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, আমরা তার (উর্মি) আত্মীয়ের কাছে জানতে পেরেছি আগামীকাল তার এসএসএসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।প্রেমিকের সঙ্গে অভিমান করে সে গলায় ফাঁস দিয়েছে বলে জানতে পেরেছি। তবুও মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
নিহতের চাচা মো. সোহেল জানান, আমার ভাতিজি এবার অভয় বিনোদিনী হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। মেহেদী হাসান নামের এক ছেলের সঙ্গে প্রায় দেড় বছর ধরে তার প্রেমের সম্পর্ক ছিল। গতকাল বিকেলে মেহেদী হাসান তাকে জানিয়ে দেয় আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এই নিয়ে সে অভিমানে নিজ রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
আমাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার চুনাড়চর এলাকার।