এমসি কলেজের হোস্টেল থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার
আজ বুধবার (২৫ মে) হোস্টেলের ৪০৩ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রথম নিউজ, সিলেট: সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজের হোস্টেল থেকে স্মৃতি রানী দাশ (২২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৫ মে) হোস্টেলের ৪০৩ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কলেজ সূত্রে জানা যায়, স্মৃতি এমসি কলেজের ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে।
স্মৃতি দাশ ছাত্রী হোস্টেল-২ এর তৃতীয় তলায় থাকতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও রুমের অন্য ছাত্রীদের সঙ্গে সে স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ে। সকালে সবাই ঘুম থেকে উঠে তাকে দেখতে না পেয়ে বিষয়টি হোস্টেল কর্তৃপক্ষকে জানায়। পরে স্মৃতিকে হোস্টেলের চার তলার ৩ নম্বর কক্ষে দরজা লাগানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
শাহপরাণ (র.) থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কি কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews