উত্তরায় ড্রাম ট্রাকের চাপায় শ্রমিক নিহত

রোববার (২৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

উত্তরায় ড্রাম ট্রাকের চাপায় শ্রমিক নিহত

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার ১৩ নং সেক্টরে ড্রাম ট্রাকের চাপায় মো. এনামুল হক (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পেশায় তিনি মাটি কাটার শ্রমিক ছিলেন।

রোববার (২৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী সোহাগ জানান, রাতে উত্তরা ১৩ নং সেক্টরের লেকের পাড়ের রাস্তার মাটি সমান করছিলাম এনামুলসহ আমরা কয়েকজন শ্রমিক। এ সময় লেকের মাটি নেওয়ার জন্য ড্রাম ট্রাকটি ব্যাক গিয়ার দিলে এনামুল ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে ভোর রাত চারটার দিকে তাকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এনামুল সাতক্ষীরার আশাশুনি থানার গোনাকর কাঠি গ্রামের বাসিন্দা। সে ওই এলাকার আশরাফ উদ্দিনের ছেলে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।