উত্তর কোরিয়ার সঙ্গে পুনরায় যোগাযোগের প্রতিশ্রুতি লি জে-মিয়ংয়ের

উত্তর কোরিয়ার সঙ্গে পুনরায় যোগাযোগের প্রতিশ্রুতি লি জে-মিয়ংয়ের

প্রথম নিউজ, অনলাইন:  দক্ষিণ কোরিয়ার উদারপন্থী রাষ্ট্রপতি প্রার্থী লি জে-মিয়ং বলেছেন, নির্বাচিত হলে তিনি উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ ও যোগাযোগ আবার শুরু করার চেষ্টা করবেন। আজ সোমবার (২৬ মে) এক ফেসবুক পোস্টে তিনি জানান, সিউল ও পিয়ংইয়ংয়ের মধ্যে যোগাযোগ পুনরায় চালু করতে তিনি সামরিক হটলাইন ব্যবহারের দিকেও নজর দেবেন।

আগামী ৩ জুনের নির্বাচন উপলক্ষে শীর্ষস্থানীয় এই প্রার্থী আরো বলেন, তিনি চীনের সঙ্গে সম্পর্ক স্থিতিশীলভাবে পরিচালনা করতে চান। তাঁর মতে, আগের সরকারগুলোর সময় দুই দেশের সম্পর্ক খারাপের দিকে গিয়েছিল।

লি আরো প্রতিশ্রুতি দেন, তিনি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ককে ‘একটি কৌশলগত জোট’ হিসেবে আরো শক্তিশালী করবেন। এ ছাড়া তিনি দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে সহযোগিতা বাড়ানোর পক্ষে কাজ করবেন। তবে জাপানের সঙ্গে অতীত ইতিহাস ও আঞ্চলিক বিরোধের বিষয়ে তিনি নীতিগত অবস্থান বজায় রাখবেন বলে জানান।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস