ইয়াবাসহ র্যাবের হাতে টেকনাফের ‘লাদেন’ আটক
মঙ্গলবার ভোরে কক্সবাজার র্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল এক সহযোগীসহ লাদেনকে (২৮) গ্রেফতার করে।
প্রথম নিউজ, কক্সবাজার: সাম্প্রতিক সময়ের সর্ববৃহৎ ইয়াবার চালানসহ র্যাবের হাতে ধরা পড়েছেন টেকনাফ কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায় সিন্ডিকেট এবং ইয়াবা পাচার চক্রের অন্যতম প্রধান হোতা মো. এমরান ওরফে লাদেন। মঙ্গলবার ভোরে কক্সবাজার র্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল এক সহযোগীসহ লাদেনকে (২৮) গ্রেফতার করে।
এ সময় তাদের হেফাজতে ৬ লাখ পিস ইয়াবার চালান জব্দ করা হয়। একই দিন পৃথক অভিযানে ৩ আসামি আটকসহ ৩ লাখ ইয়াবা উদ্ধার ও মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে ২২ বছর ধরে পলাতক থাকা ১ আসামিকেও আটক করেছে র্যাব ১৫। মঙ্গলবার বিকালে র্যাব-১৫ কক্সবাজারে অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন, পিএসসি এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
র্যাবের অভিযানে আটককৃত ব্যক্তিরা হলেন- টেকনাফ ইউনিয়নের জালিয়াপাড়া নিবাসী আব্দুস শুক্কুরের ছেলে আলমগীর হোসেন (১৯), একই এলাকার সৈয়দ হোসেনের ছেলে আবুল বশর (২২) ও আব্দুস শুক্কুরের স্ত্রী সোনা মেহের (৫৫)। টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিরপাড়া গ্রামের এমরান ওরফে লাদেন পার্শ্ববর্তী ফুলের ডেইল গ্রামের মো. ফয়সাল এবং আটক রশিদ কক্সবাজার পৌর এলাকার উত্তর রুমালিয়াছড়া এলাকার হাজী আনোয়ারুল ইসলামের ছেলে।
র্যাব ১৫-এর অধিনায়ক জানান, গত ২৯ মে রাতে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও এক নারীসহ ৩ মাদকব্যবসায়ীকে আটক করে। পরবর্তীতে তাদের কাছে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরবেলায় একই উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং সুশীলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ পিস ইয়াবা উদ্ধারসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য ২৭ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, টেকনাফের হ্নীলা এলাকায় একজন অস্ত্রবাজ ব্যক্তি হিসেবে আটককৃত লাদেনের পরিচয় সুবিদিত। তিনি চা দোকানের কথাকে কেন্দ্র করেও অস্ত্র প্রদর্শন করে ভীতি ছড়াতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে মর্মেও জানিয়েছে র্যাব।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।