ইসরায়েল-হামাস সংঘাতে ৩১ সাংবাদিক নিহত

ইসরায়েল-হামাস সংঘাতে ৩১ সাংবাদিক নিহত


প্রথম নিউজ, ডেস্ক : অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৩১ সাংবাদিক নিহত হয়েছেন। সোমবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস সোমবার এক বিবৃতিতে বলেছে, গাজার সাংবাদিকরা ইসরায়েলের স্থল হামলার সংবাদ সংগ্রহ করছেন। এতে সাংবাদিকরা সর্বোচ্চ জীবনের ঝুঁকিতে রয়েছেন।


সিপিজের দেওয়া তথ্য অনুসারে, নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন সুপরিচিত ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা রোশদি সররাজ এবং রয়টার্সের বৈরুত-ভিত্তিক ভিডিওগ্রাফার ইসাম আবদুল্লাহ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে।


কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এর দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে হতাহতের মধ্যে, ২৬ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। চারজন ইসরায়েলি সাংবাদিক নিহত হয়েছেন। আর একজন নিহত হয়েছেন লেবাননের সাংবাদিক। শুধু তাই না, নয়জন সাংবাদিক নিখোঁজ রয়েছেন। আটজন সাংবাদিক গুরুরত আহত অবস্থায় আছেন।