ইমরান খানের সময়ে সম্পদ ফুলেফেঁপে ওঠা কে এই নারী

ইমরান খানকে নিয়ে তৈরি এ সংকটের মধ্যেই তাঁর স্ত্রী বুশরা বিবির ঘনিষ্ঠ বান্ধবী ফারাহ খানকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক

ইমরান খানের সময়ে সম্পদ ফুলেফেঁপে ওঠা কে এই নারী
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির ঘনিষ্ঠ বান্ধবী ফারাহ খান

প্রথম নিউজ ডেস্ক: পাকিস্তানে চলছে রাজনৈতিক সংকট। দেশটির প্রধানমন্ত্রী পার্লামেন্টে অনাস্থা ভোট ঠেকানোর চেষ্টা করেও শেষে ব্যর্থ হয়েছেন। আদালতের নির্দেশে পার্লামেন্টে আজ শনিবার তাঁর বিরুদ্ধে অনাস্থা ভোট হবে। ইমরান খানকে নিয়ে তৈরি এ সংকটের মধ্যেই তাঁর স্ত্রী বুশরা বিবির ঘনিষ্ঠ বান্ধবী ফারাহ খানকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিত্তবান এই নারীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা হচ্ছে। ফারাহ খানের অর্থ-সম্পত্তি নিয়ে নতুন কিছু তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম জিও নিউজ।

পাকিস্তানের শুল্ক বিভাগের দেওয়া নথি অনুযায়ী, ফারাহ খান ও তাঁর স্বামীর নামে ১৯টি গাড়ির নিবন্ধন রয়েছে। এর মধ্যে আছে দুটি বিলাসবহুল পোরশে-ও। দুই পোরশেসহ ফারাহ খানের নামেই নিবন্ধন রয়েছে ১২টি গাড়ির। এ ছাড়া বাকি সাতটি গাড়ির নিবন্ধন রয়েছে ফারাহর স্বামী আহসান জামিল গুজজারের নামে।

 ইমরান খান ও বুশরা বিবির সঙ্গে ফারাহ খান

শুল্ক বিভাগে ফারাহ খানের অর্থ-সম্পত্তির যে হিসাব আছে, তাতে দেখা যায়, তাঁর নামে নিবন্ধিত দুটি পোরশে গাড়ির একটি ২০১৩ সালে আর অন্যটি ২০১৫ সালে কেনা হয়। গাড়ি দুটির নিবন্ধন ফি হিসেবে শুল্ক বিভাগ পায় ১১ লাখ ৮০ হাজার রুপি। ৩ কোটি ৬০ লাখ রুপি দিয়ে গাড়ি ২টি কেনেন ফারাহ।

জিও নিউজ গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়ে বলেছে, ফারাহ খান পাকিস্তানের ফার্স্ট লেডি বুশরা বিবির ঘনিষ্ঠ বন্ধু। ২০১৮ সালে পাকিস্তানে সাধারণ নির্বাচনের মাত্র কয়েক মাস আগে ইমরান খান বুশরা বিবিকে ঘরোয়াভাবে বিয়ে করেন। বুশরা বিবি হলেন ইমরান খানের তৃতীয় স্ত্রী। ইমরান খান ও বুশরা বিবির বিয়ে হয় ফারাহ খানের বাড়িতেই। একাধিক সূত্রের বরাতে জানা যাচ্ছে, ফারাহ খানের নামে নিবন্ধিত বাড়িটির আনুমানিক মূল্য ২২ থেকে ২৫ কোটি রুপি।

বিয়ের কয়েক মাস পর পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। প্রধানমন্ত্রী হন ইমরান খান। জিও নিউজ বলছে, প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকারের প্রথম তিন বছরে ফারাহ খানের সম্পদ ফুলেফেঁপে ওঠে। ফারাহ যেসব সম্পদের হিসাব দিয়েছেন তাতে দেখা যায়, ২০১৭ সালে যেখানে তাঁর ২৩ কোটি রুপির সম্পত্তি ছিল, ২০২১ সালে সেটা দাঁড়ায় ৯৭ কোটি রুপিতে।

ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম তিন বছরে ফারাহ খান পাকিস্তানের বিভিন্ন শহরে অনেক সম্পত্তি কেনেন। এ ছাড়া বিভিন্ন ব্যবসায়ে কোটি কোটি রুপি বিনিয়োগ করেন। জিও নিউজ বলছে, ইমরান খান উসমান বুজদারকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নিয়োগ দেওয়ার পর থেকেই ফারাহর সম্পদের এমন বাড়বাড়ন্ত শুরু হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom