ইঁদুর মারা বিষ খেয়ে শিশুর মৃত্যু
দিনাজপুরের বীরগঞ্জে ইঁদুর মারা বিষ খেয়ে আকৃতি রাণী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে
প্রথম নিউজ, দিনাজপুর : দিনাজপুরের বীরগঞ্জে ইঁদুর মারা বিষ খেয়ে আকৃতি রাণী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
আকৃতি উপজেলার ডাকেশ্বরী গ্রামের অশেষ রায়ের মেয়ে।
অশেষ রায় জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে এসে দেখেন তার মেয়ে ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছে। তার মুখ থেকে বিষের গন্ধ এবং ফেনা বের হচ্ছিল। পাশে ইঁদুর মারা বিষ পড়ে ছিল। পরিবারের সবার ধারণা ভুলবশত বিষ খেয়ে ফেলায় তার মৃত্যু হয়েছে। আকৃতি মানসিক ভারসাম্যহীন ছিল।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, অশেষ রায় মঙ্গলবার সকালে অপমৃত্যুর মামলা করেছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: