ইটভাটা থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
নওগাঁয় ইটভাটা থেকে ব্যাটারিচালিত টমটম চালক অতুলের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ
প্রথম নিউজ, নওগাঁয় : নওগাঁয় ইটভাটা থেকে ব্যাটারিচালিত টমটম চালক অতুলের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ মে) সকালে শহরের বাইপাস সড়কের পাশে আজাদের ইটভাটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
অতুল সদর উপজেলার সুলতানপুর মটের ঘাট গ্রামের বাসিন্দা ছিলেন।
নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বলেন, অতুল পেশায় টমটম চালক। প্রতিদিনের মতো গতকাল টমটম নিয়ে নওগাঁ শহরে আসেন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। সকালে বাইপাস এলাকার একটি ইটভাটায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি আরও জানান, অতুলের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।