ইউক্রেনের ২৩৩৬৭ সেনা নিহতের দাবি রাশিয়ার
প্রথম নিউজ, ডেস্ক : রুশ হামলায় ইউক্রেনের এ পর্যন্ত ২৩ হাজার ৩৬৭ সেনা নিহত হয়েছে বলে শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে।
ইউক্রেনের নিহত সেনাদের এই তথ্য জানিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ বলেন, শুধুমাত্র মারিওপল শহরেই ইউক্রেনের চার হাজার সেনা ও ভাড়াটে যোদ্ধা নিহত হয়েছে।
এর মধ্যে বহু উগ্রপন্থী নাজিবাদীও রয়েছে বলে জানান জেনারেল কোনাশেনকভ। খবর আনাদোলুর।
বিবৃতিতে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অভিযুক্ত করে বলেন, যুদ্ধে নিহত ইউক্রেনের সেনাদের প্রকৃত সংখ্যা তিনি গোপন করছেন কারণ তিনি ইউক্রেনের জনগণকে ভয় পাচ্ছেন।
জেনারেল কোনাশেনকভ বলেন, রাশিয়া এরইমধ্যে ইউক্রেনের সেনাদের হতাহত হওয়ার ব্যাপারে প্রমাণিত তথ্য হাতে পেয়েছে এবং শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। কিন্তু ইউক্রেন বলছে, এ পর্যন্ত তাদের আড়াই হাজার থেকে তিন হাজার সেনা নিহত হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews