ইউক্রেনের শিশুদের দেখে কাঁদলেন প্রিয়াংকা
বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া মানবিক কাজে বেশ এগিয়ে আসেন
প্রথম নিউজ, ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া মানবিক কাজে বেশ এগিয়ে আসেন। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন।
শুধু সোশ্যাল মিডিয়ার পোস্টেই আটকে থাকলেন না প্রিয়াংকা। এবার দেখা করলেন ইউক্রেনের অভিবাসী শিশুদের সঙ্গে। পোল্যান্ডে গিয়ে শুনলেন তাদের সমস্যার কথা। বাস্তুহারাদের কথা শুনে কেঁদেও ফেললেন বলিউড নায়িকা।
এর আগে যুদ্ধে পরিজন হারানো, শেষ সম্বলটুকু হারানো মানুষদের সংকটের কথা ভেবে মুখ খুলেছিলেন প্রিয়াংকা চোপড়া। ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করে বিশ্বনেতাদের মানবিক হওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন তিনি।
প্রিয়াংকা তার পোস্টে লিখেছেন— ‘উদ্বাস্তুরা অসহায়। অনিশ্চয়তায় তাদের ভবিষ্যৎ। বিশ্বনেতাদের কাছে আবেদন— সব ভেদাভেদ, সব রাজনীতি ভুলে এই সর্বহারা মানুষদের পাশে দাঁড়ান।’
এই ভিডিও আপলোড করে ক্যাপশনে তিনি লিখলেন, ‘আমাদের চুপ করে বসে থাকলে চলবে না।’
প্রিয়াংকা ইউনিসেফের শুভেচ্ছাদূত। সে কাজেই মূলত তার পোল্যান্ড সফর। এর আগে একইভাবে এ তারকা বাংলাদেশে এসেছিলেন রোহিঙ্গা শিশুদের সঙ্গে দেখা করতে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews