আশুলিয়ায় শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ, আহত ১০
গতকাল সোমবার রাত ৮টার দিকে আশুলিয়ার চারাবাগ ও কুমকুমারি এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর এই ঘটনা ঘটে।
প্রথম নিউজ, সাভার: আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে আশুলিয়ার চারাবাগ ও কুমকুমারি এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে ৫টার দিকে আশুলিয়ার ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর সাথে তুচ্ছ ঘটনা নিয়ে লেগুনার শ্রমিকদের সাথে কথা কাটাকাটি হয়। পরে ওই শিক্ষার্থী লেগুনার শ্রমিককে মারধর করলে এলাকাবাসী ধাওয়া দেয়। পরে শিক্ষার্থীরা সেখান থেকে চলে যায়। এরপর ঘটনাটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে রাত ৮টার দিকে শিক্ষার্থীরা চরাবাগ মোড়ে আসে এবং একপাশ থেকে এলোপাথাড়িভাবে লোকজনকে মারধর করে। এতে ১০ জনের মতো আহত হয়। এ সময় দোকান-পাটে ভাঙচুর শুরু করে শিক্ষার্থীরা। দেড় শতাধিক দোকানে ভাঙচুর চালায় তারা। এক পর্যায়ে সড়কেও আগুন জ্বালিয়ে দেয়।
আশুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য হোসেন আলী জানান, তুচ্ছ একটা বিষয় নিয়ে লেগুনায় শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের তর্ক-বির্তক হয়। পরে লেগুনার শ্রমিককে মারধর করলে এলাকাবাসী শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রতিবাদ করে। এ সময় শিক্ষার্থীরা এলাকাবাসীর ওপর চড়াও হয়। এক পর্যায়ে এলাকাবাসী শিক্ষার্থীদের ধাওয়া দিলে ঘটনাস্থল ত্যাগ করে। এরপর রাত ৮টার দিকে কয়েক শ’ শিক্ষার্থী এসে দোকান ভাঙচুর করে। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশুলিয়া থানার এসআই এমদাদুর রহমান রাতে জানান, আমরা এখন ঘটনাস্থলেই রয়েছি। এর আগে এ অঞ্চলে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: