আশ্রয়ের খোঁজে মার্কিন দূতাবাসে বরখাস্ত ডিএজি এমরান
শুক্রবার বিকালে এমরান আহমেদ তার পরিবারসহ ঢাকার বারিধারাস্থ মার্কিন দূতাবাসে যান।
প্রথম নিউজ, অনলাইন: নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ‘বিচারিক হয়রানি’র প্রতিবাদ জানানোর কারণে বরখাস্ত হওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মেদ ভূঁইয়া পরিবারসহ মার্কিন দূতাবাসে আশ্রয় চেয়েছেন। শুক্রবার বিকালে এমরান আহমেদ তার পরিবারসহ ঢাকার বারিধারাস্থ মার্কিন দূতাবাসে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি দূতাবাসে রয়েছেন বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ সূত্রগুলো। মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে মুখপাত্র ব্রায়ান শিলার বলেন, এই মুহূর্তে এ ব্যাপারে আপডেট জানানোর মতো কোনো তথ্য আমার কাছে নেই।
গণমাধ্যমে পাঠানো ক্ষুদেবার্তায় এমরান বলেন, আমি পরিবারসহ আশ্রয়ের জন্য মার্কিন দূতাবাসে বসে আছি। বাইরে পুলিশ সদস্যরা রয়েছেন। আজ আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। কিন্তু ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে গত ৪-৫ দিন ধরে অনবরত হুমকি-ধমকি দেয়া হচ্ছে। এই সরকার ভালোবাসার প্রতিদান দেয় জেল দিয়ে। আমার আমেরিকার ভিসা নেই। স্রেফ ৩টা ব্যাগে সামান্য কাপড় নিয়ে আমার ৩ মেয়েসহ কোনোমতে বাসা থেকে বের হতে পেরেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।