আমার জীবনে পড়াশোনা ও শুটিং একসঙ্গে করতে হয়েছে -শবনম ফারিয়া
প্রথম নিউজ, ঢাকা : নাটকের জনপ্রিয় মুখ শবনম ফারিয়া মাঝে কিছুদিন বিরতি দিয়ে এখন অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। সোশ্যাল মিডিয়াও সরব এই নায়িকা। তার অনেক বন্ধু-ভক্ত-শুভাকাঙ্ক্ষী রয়েছে। এই অর্জনের পেছনে শবনমের অনেক ত্যাগ। বহু বাধা পেরিয়ে আজ তিনি নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। শবনমের পরিবারের কেউই চাইতেন না তিনি মিডিয়ায় কাজ করেন, সেলিব্রেটি হন। পারিবারিক বাধার কারণে তাকে অভিনয় শিখতে কষ্ট করতে হয়েছে। 'যে বয়সে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার কথা, হ্যাং-আউট করার কথা, সে বয়সে আমি তা করতে পারিনি।''
তিনি বলেন, সকাল আটটায় ভার্সিটির জন্য বের হয়ে যেতাম। সেটা শেষ করেই ছুটতাম শুটিংয়ে। শেষ হতে হতে রাত ১১টা। বাসায় ফিরে ফ্রেশ হয়ে পরের দিনের শুটিংয়ের ব্যাগ গোছাতে হতো। সেটা করতে করতে বাজতো রাত ৩টা। এরপর আবার ছুট।
অনেকে পড়াশোনা শেষ করে কাজে যুক্ত হন। অভিনয়ের সেই সুযোগ ছিল না। আমার জীবনে পড়াশোনা ও শুটিং একসঙ্গে করতে হয়েছে। তাই একটা সময় বন্ধুরাও কোনো আড্ডাতে আমার নাম রাখতো না। কারণ, তারা জানে আমি উপস্থিত হতে পারবো না।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews