আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, চট্টগ্রামে আটক ৬
বুধবার (৪ অক্টোবর) দিবাগত রাতে থানার রঙ্গম কমিউনিটি সেন্টার গলির ক্যামেলিয়া আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
প্রথম নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৬ নারী পুরুষকে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ অক্টোবর) দিবাগত রাতে থানার রঙ্গম কমিউনিটি সেন্টার গলির ক্যামেলিয়া আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৩ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।