আবার আন্দোলনের ডাক ইমরান খানের

এদিন তিনি স্থানীয় সময় রাত ১০টায় বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন

আবার আন্দোলনের ডাক ইমরান খানের
আবার আন্দোলনের ডাক ইমরান খানের

প্রথম নিউজ, ডেস্ক: ইসলামাবাদমুখী লংমার্চের পর ‘আমদানি করা সরকারের’ বিরুদ্ধে নতুন করে আন্দোলনে নামছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। রোববার তিনি সারাদেশে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছেন। এদিন তিনি স্থানীয় সময় রাত ১০টায় বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তবে নেতাকর্মী, সমর্থকদের তিনি শান্তিপূর্ণ বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশে যে মুদ্রাস্ফীতি ঘটেছে তার জন্য সরকারের তীব্র সমালোচনা করেন ইমরান। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। গত ২৬ শে মে তিনি ইসলামাবাদমুখী লংমার্চ করেন। সেই লংমার্চ ইসলামাবাদের ডি-চকে পৌঁছার সময় সহিংসতায় তিনজন নিহত হন। এর মধ্যে একজন কনস্টেবল এবং দু’জন পিটিআইকর্মী।  ইমরান খান এপ্রিলে ক্ষমতাচ্যুত হন। তারপর যে সরকার ক্ষমতায় এসেছে তাদেরকে তিনি মেনে নেননি। 

বার বারই তিনি বলেছেন, প্রথম দফা লংমার্চ সংক্ষিপ্ত করলেও আবারও লংমার্চ করবেন। সর্বশেষ এক ভিডিও বার্তায় তিনি নেতাকর্মীদের বলেছেন, এই রোববার আপনাদের সবাইকে রাত ৯টায় বিক্ষোভ করতে হবে। রাত ১০টায় ভিডিও লিঙ্কের মাধ্যমে আমি আপনাদের সবার উদ্দেশে ভাষণ দেবো। তিনি মুদ্রাস্ফীতির প্রতিবাদে রাজনৈতিক দলগুলোকে এবং নারীদেরকে পিটিআইয়ের বিক্ষোভে সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom