আফগানদের বিপক্ষে বাড়তি পেসার খেলানোর ইঙ্গিত

আফগানদের বিপক্ষে বাড়তি পেসার খেলানোর ইঙ্গিত

প্রথম নিউজ, ডেস্ক : মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টেস্ট ম্যাচ হলে সাধারণত স্পিন পিচ বানিয়ে খেলে বাংলাদেশ। তবে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্টে স্পোর্টিং উইকেট বানিয়েই খেলতে চাচ্ছে স্বাগতিকরা, যেখানে পেসাররা বাড়তি সুবিধা পাবেন। উইকেটে সবুজ ঘাস রাখার কথা উল্লেখ করে এমনটাই জানালেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

আজ (১৩ জুন) সংবাদ সম্মেলনে এসে হাথুরু বলছিলেন, ‘সবুজ ঘাস রয়েছে, কারণ গত কয়েকদিন বৃষ্টি হয়েছে। আমি মিরপুরে আগেও সবুজ উইকেট দেখেছি। আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে সবুজ উইকেটেই খেলেছি। আগের প্রশ্নের সাথে তাল মিলিয়েই বলতে হয় আমাদের ফাস্ট বোলার আছে, তাই তাদের সুবিধা হয় এমন কন্ডিশনই আমাদের দিতে হবে।’

আফগানদের বিপক্ষের এই টেস্টে টাইগার স্কোয়াডে বাড়তি পেসার রাখার কথা উল্লেখ করে লিটনদের গুরু বলছেন, ‘আমরা সবাই জানি আমাদের এখন ৭-৮ জন পেসার আছে, যাদের আমরা যেকোনো সময় নিতে পারি। এইচপি থেকে বাংলাদেশ টাইগার্সে যারাই পেসারদের সঙ্গে কাজ করেছেন, তারা দারুণ ভূমিকা রেখেছেন এটা স্বীকার করতে হবে। আর পেসাররাও এই পর্যায়ে খেলার জন্য খুব দ্রুত প্রস্তুত হয়েছে। কালকে আমরা তিন পেসার নিয়ে খেলবো নাকি চারজন জানি না এখনও, কিন্তু আমি আত্মবিশ্বাসী যে তারা ভালো খেলার জন্য প্রস্তুত।’

এর আগে সোমবার অধিনায়ক লিটন দাস উইকেট নিয়ে বলেছিলেন, ‘মিরপুরে যখন খেলা হয় তখন স্পিন উইকেটেই খেলা হয়। আমাদের চ্যালেঞ্জ এটাই যে ঘাসের উইকেটে কীভাবে খেলি। এটাই দেখার বিষয় আমরা কীভাবে এখানে টিকে থেকে বড় স্কোর করতে পারি। এরকম প্রতিপক্ষের সঙ্গে এমন উইকেটে খেলতে চাওয়াটাই স্বাভাবিক।’

‘আপনি যখন ঘাসের উইকেটে খেলবেন দুইয়ের বেশি পেসার খেলানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি। এটি নির্ভর করে আপনি কোন উইকেটে খেলতে চান তার ওপর। যদি দুই দলের জন্য সমান উইকেটে খেলেন তাহলে আপনার পাঁচটা বোলার লাগবেই। আমি সব সময় ইভেন উইকেটে পাঁচটা বোলার প্রাধান্য দেই।’ যোগ করেন লিটন।