আন্দোলন অসাংবিধানিক: পাক প্রধানমন্ত্রী, আন্দোলন চলবে: পিটিআই
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে পিটিআই’র কার্যক্রমকে সন্ত্রাসবাদী এবং দেশবিরোধী বলে বর্ণনা করেন।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: পিটিআই গত কয়েক দিন ধরে যে আন্দোলন করছে তা অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক। এমন দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তার অফিস থেকে শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে পিটিআই’র কার্যক্রমকে সন্ত্রাসবাদী এবং দেশবিরোধী বলে বর্ণনা করেন তিনি। এদিকে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পিটিআই। এ খবর দিয়েছে আল-জাজিরা। খবরে জানানো হয়, শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে পিটিআই দলের কর্মীদের দেশব্যাপী সহিংসতার জন্য দায়ী করে এর নিন্দা জানান শরীফ। এরপর নিজের অফিস থেকে পৃথক একটি বিবৃতি দিয়ে তিনি বলেন, এ ধরণের সন্ত্রাসবাদ এবং দেশবিরোধী কার্যক্রম কোনো পরিস্থিতিতেই মেনে নেয়া যায় না। এছাড়া ইমরান খানকে মুক্তি দেয়ায় আদালতের সমালোচনা করেন তিনি। সর্বোচ্চ আদালত দ্বিচারিতা করছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে ইমরান খানের দল পিটিআই জানিয়েছে, তাদের আন্দোলন চলবে। তাদের নেতা ইমরান খান যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি নিরাপদ হচ্ছেন ততক্ষণ আন্দোলন অব্যাহত থাকবে। টুইটারে প্রকাশিত এক বার্তায় পিটিআই জানিয়েছে, গত কয়েক দিনের সহিংসতায় দলের যত নেতাকর্মী মারা গেছেন তাদের জানাজার নামাজ আদায় করা হবে। নিজ নিজ এলাকায় ওই কর্মীদের জানাজা পড়বেন সে এলাকার পিটিআই কর্মীরা।