আগামীকাল নয়াপল্টনে বিএনপির সমাবেশ

আগামীকাল সোমবার বেলা ২ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।

আগামীকাল নয়াপল্টনে বিএনপির  সমাবেশ

প্রথম নিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে আগামীকাল নয়াপল্টনে সমাবেশ অনুষ্ঠিত হবে।

আগামীকাল সোমবার বেলা ২ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার এবং সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।